সোমবার, ১৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৯:১৯ এএম

সেভিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৯:১৯ এএম

সেভিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

স্বস্তির জয় পেল কার্লো আনচেলত্তির দল। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগার শিরোপা গত সপ্তাহেই নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। ফলে রিয়ালের জন্য সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধারায় থাকার। একই সঙ্গে বিদায়ী কোচ আনচেলত্তিকেও আনন্দের উপলক্ষ এনে দেওয়ার।

রোববার (১৮ মে) সেভিয়ার মাঠে এমবাপ্পে ও বেলিংহ্যামের গোলে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

নিজেদের মাঠে ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লোইক বাদে। প্রতিপক্ষের শক্তি কমলেও রিয়াল বিরতির আগে তাদের চেপে ধরতে পারেনি সেভাবে।

প্রথমার্ধের শেষ দিকে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা এমবাপ্পে গায়ের সঙ্গে সেঁটে থাকা নেমনি গুদেলের প্রতিরোধ ভেঙে ডান পায়ে শট নিয়েছিলেন, কিন্তু বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের বক্সের সামনে হাকোবো রামোন বল হারিয়ে বিপদ ডেকে এনেছিলেন রেয়ালের জন্য, কিন্তু গার্সিয়া পাসকেল বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারকে একা পেয়েও বাইরে মেরে হতাশ করেন।

গোলশূন্য এই অর্ধে ৬১ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য ছয়টি শট নিতে পারে রিয়াল। এর মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। সেভিয়ার চার শটের একটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার পরই অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করেন ইসাক রোমেরো। শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআরে ফাউলের ভয়াবহতা খতিয়ে দেখে পরে লাল কার্ড দেখান রেফারি। ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।

৬০তম মিনিটে মদ্রিদের পাসে ভালভেরদের শট গোল লাইনের ওপর থেকে নেমানিয়া ফেরানোর পর বাজে অফসাইডের বাঁশি। ৭১তম মিনিটে এমবাপ্পের শট ক্রসবার কাঁপায়।

অবশেষে ৭৫তম মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের নিচু বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

৮৭তম মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করে দেন বেলিংহ্যাম। গার্সিয়ার হেড পাসে দূরের পোস্টে ফাঁকা থাকা ইংলিশ মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন অনায়াসে।

রূপালী বাংলাদেশ

Link copied!