নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্টে ব্যাট হাতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের দারুণ শুরুতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা।
এদিকে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন নাঈম শেখ। তবে ১২ রানের আক্ষেপ নিয়ে তাকে ফিরতে হয়েছে সাজঘরে।
মাত্র ৯৪ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১০টি চার ও ২টি ছক্কায়। ডিন ফক্সক্রফটের দারুণ এক ক্যাচে থামে তার ইনিংস।
অন্যদিকে, এনামুল হক বিজয় মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। ৪৮ রান করে বিদায় নেন তিনি, ৯৭ বলের ইনিংসে এই রান আসে। দলীয় ১৩৬ রানে নাঈমের বিদায়ের পর ক্রিজে আসেন জাকির হাসান। এরপর সাইফ হাসান ৫০ রান যোগ করে দলীয় ১৮৬ রানে আউট হন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৫৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান। ১৬ রান নিয়ে অমিত হাসান এবং ১ রান নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন ক্রিজে ব্যাট করছেন।