ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

টাইগারদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:৫২ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

নানা জটিলতা ও আলোচনার পর অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে বুধবার, পরবর্তী দুটি ম্যাচ ৩০ মে (শুক্রবার) ও ১ জুন (রোববার)। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রথমে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও সীমান্ত পরিস্থিতির কারণে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বোর্ডের মধ্যে নতুন আলোচনার মাধ্যমে সিরিজটি তিন ম্যাচে সীমিত করা হয়। ম্যাচগুলো শুধু লাহোরেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুবাইয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমুল আবেদীন।

বিসিবি প্রস্তাব করেছিল ২৭, ২৯ ও ৩১ মে ম্যাচ আয়োজনের। তবে শেষ পর্যন্ত পিসিবির প্রস্তাবিত ২৮, ৩০ মে ও ১ জুনই চূড়ান্ত হয়।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দল একদিন বিশ্রাম নিয়ে ২৩ ও ২৪ মে দুবাইয়ে অনুশীলন করবে।

২৫ মে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানে রওনা হবে এবং ২৬ ও ২৭ মে লাহোরে অনুশীলন করে প্রস্তুত হবে প্রথম ম্যাচের জন্য।