ইউরোপা লিগের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল টটেনহ্যাম হটস্পার।
প্রথমার্ধের ৪২তম মিনিটে ব্রেডান জনসনের গোলে এগিয়ে যায় স্পার্সরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলছিল। গোলের সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম, শুরুর দিকে দুই দলের গোলরক্ষকই কিছু নড়বড়ে দেখালেও, তাদের পরীক্ষা করার মতো শট আসেনি।
প্রথমার্ধের শেষদিকে জনসনের গোলে আসে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। গোলটি জনসনের পায়ে লেগেছিল নাকি লুক শ'য়ের গায়ে লেগেছিল তা প্রথমে স্পষ্ট না হলেও, উয়েফা জনসনকেই গোলটির কৃতিত্ব দিয়েছে।
এই জয় কেবল ইউরোপা লিগের ট্রফিই এনে দেবে না, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি মূল্যবান সুযোগও নিশ্চিত করবে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলার ৫২ মিনিট শেষে ১-০ এগিয়ে টটেনহ্যাম।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন