ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জাতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। র্যাঙ্কিং অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন এবং তৃতীয় স্থানে ফ্রান্স।
ইংল্যান্ড ও ব্রাজিল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে—তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
পূর্বের অবস্থান থেকে উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে নেদারল্যান্ডস কিছুটা পিছিয়ে পড়েছে। শীর্ষ দশে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।
যারা এবার প্রথমবারের মতো ইতালিকে পেছনে ফেলে এই অবস্থানে এসেছে।
সম্প্রতি অনুষ্ঠিত কনকাকাফ গোল্ড কাপ ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারানোর ফলে মেক্সিকো (১৩) র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রকে (১৫) টপকে গেছে।
এই র্যাঙ্কিংয়ে কানাডা ২৮তম হয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একইভাবে কসোভো ৯৫তম স্থান অর্জন করে রেকর্ড গড়েছে।
সবচেয়ে বড় লাফ দিয়েছে কোস্টা রিকা—তারা ১৪ ধাপ এগিয়ে এখন ৪০তম স্থানে। অন্যদিকে সবচেয়ে বড় পতনের মুখ দেখেছে জামাইকা, হাইতি, কঙ্গো ও মালদ্বীপ—এই চার দলই ৭ ধাপ করে পিছিয়েছে।
সংক্ষিপ্ত র্যাঙ্কিং তালিকা (শীর্ষ ১০): ১. আর্জেন্টিনা, ২. স্পেন, ৩. ফ্রান্স, ৪. ইংল্যান্ড, ৫. ব্রাজিল, ৬. পর্তুগাল, ৭. নেদারল্যান্ডস, ৮. বেলজিয়াম, ৯.জার্মানি, ১০. ক্রোয়েশিয়া।
আপনার মতামত লিখুন :