শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ৮৩ রানের রেকর্ড জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে লিটনের দল।
রোববার (১৩ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ২ ওভারে ৭ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। তবে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল।
লিটন খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস, যেখানে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। তাওহিদ হৃদয় ২৫ বলে ৩১ রান করেন, আর শামীম মাত্র ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় করেন ৪৮ রান। এই তিন ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ সংগ্রহ করে ১৭৭ রান, ৭ উইকেট হারিয়ে।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা এবং ২০ রান আসে দাসুন শানাকার ব্যাটে।
৮৩ রানের বড় জয়টি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে জায়গা করে নেয়, আর সিরিজও হয়ে ওঠে ১-১ সমতায়।
আপনার মতামত লিখুন :