নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দারিকুশি সরকারপাড়া এলাকায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম জেলেখা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের আতাল হোসেনের স্ত্রী। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি এক মেয়ে নিয়ে পিতা মৃত শাজাহান আলীর বাড়িতে বসবাস করছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাতে মুরগির শোরগোল শুনে জেলেখা দরজা খুলে খোপটি দেখতে যান। মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে খোপে হাত ঢুকানোর সময় বিষাক্ত সাপ তার ডান হাতে কামড় দেয়। সাপটি মারার চেষ্টা করলেও কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন। স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান, তবে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন