মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফুটবল কিংবদন্তি পেলেকে ‘সর্বকালের সেরা’ ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। তার উপস্থিতিতে প্যারিস সেন্ট জার্মেইনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে ইংলিশ জায়ান্ট চেলসি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ টুর্নামেন্টটি এবার নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হয়। এবং ফাইনালের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামকে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে ও পরে দুইবারই স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পান প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাচ শুরুর সময় জাতীয় সঙ্গীতের মুহূর্তে স্ক্রিনে যখন তার উপস্থিতি ভেসে ওঠে, তখন গ্যালারি থেকে শোনা যায় ব্যাপক দুয়ো।
তবে ম্যাচ শেষে ট্রফি বিতরণী মঞ্চে যখন তিনি দাঁড়িয়ে চেলসির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন, তখনও সমানতালে চলতে থাকে স্লোগান ও দুয়ো।
চেলসির মিডফিল্ডার কোল পামার বলেন,আমি জানতাম উনি (ট্রাম্প) গ্যালারিতে থাকবেন, তবে ট্রফি তোলার সময় স্টেজে ওনাকে দেখে একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।
ট্রাম্প পরে টিভি সাক্ষাৎকারে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ব্রাজিলীয় কিংবদন্তি পেলের নাম উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, আমি পেলেকে খেলতে দেখেছি নিউ ইয়র্ক কসমোসের হয়ে। তিনি অসাধারণ ছিলেন।
খেলার বাইরেও ট্রাম্প খেলাধুলার বড় পরিসরে নিজের উপস্থিতি জানান দিয়ে চলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ইতিহাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সুপার বোলের মাঠে উপস্থিত ছিলেন।
এপ্রিলে সরাসরি ঘোষণা দিয়ে ২০২৭ সালের এনএফএল ড্রাফট আয়োজনের দায়িত্ব ওয়াশিংটন ডিসিকে দেন তিনি।
এদিকে ফিফাও জানিয়ে দিয়েছে যে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারেই তাদের নতুন অফিস চালু হয়েছে।
আপনার মতামত লিখুন :