দীর্ঘ সাত মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
দেশের হয়ে সবশেষ গত মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি।
এরপর নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের কোনোটিতেই খেলেননি উইলিয়ামসন। সম্প্রতি নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ায় তিনি এখন বেছে বেছে সিরিজ খেলছেন।
তবে, উইলিয়ামসনের একটি ছোটখাটো মেডিকেল সমস্যাও ছিল বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। কঠোর পরিশ্রমের মাধ্যমে ইনজুরি থেকে সুস্থ হয়ে তিনি দলে ফেরায় দল উজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করেছেন কোচ।
উইলিয়ামসনের সঙ্গে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এবং তরুণ অলরাউন্ডার ন্যাথান স্মিথও। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন স্মিথ।
ইনজুরি থেকে সুস্থ হওয়ায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। গেল বছরের নভেম্বরে অভিষেকের পর থেকে ১০টি ওয়ানডে ম্যাচে তিনি ১২টি উইকেট শিকার করেছেন।
স্মিথের প্রত্যাবর্তন প্রসঙ্গে কোচ ওয়াল্টার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা খুব বেশি না হলেও আমরা তার অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ পেয়েছি।
ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও টম লাথামও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন স্যান্টনার ও লাথাম।
আগামী ২৬ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সিরিজের বাকী দুই ওয়ানডে যথাক্রমে- ২৯ অক্টোবর ও পহেলা নভেম্বর অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন