নারী ওডিআই বিশ্বকাপের নিজেদের ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। ১২ বলে ১২ রানের সহজ সমীকরণে ৭ রানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জ্যোতির দল।
আজ সোমবার (২০ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অলআউট হওয়ার আগে ৪৮.৪ ওভার ব্যাট করে ২২০ রান সংগ্রহ করে চামারি আতাপাত্তুর দল।
এ দিন, ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ৪৩ বলে ৪৬ রান করেন চামারি আতাপাত্তু, ৩৮ বলে ৩৭ রান করেন নিলাক্ষিকা সিলভা এবং ৯৯ বলে ৮৫ রান করেন হাসিনি পেরেরা।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন স্বর্ণা আক্তার, ২টি উইকেট নেন রাবেয়া খাতুন এবং ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার।
শ্রীলঙ্কার দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় দলকে চাপে ফেলে শূন্য রানে বিদায় নেন বাংলাদেশের ওপেনার রুবিয়া হায়দার ঝিলিক।
ঝিলিক আউট হলেও ক্রিজে আসেন শারমিন আক্তার, মাঠে এসে আরেক ওপেনার ফারজানা হক পিংকির সাথে জুটি গড়ার চেষ্টা করেন শারমিন। দলীয় ২৪ রানের মাথায় ব্যাক্তিগত ৩৫ বলে ৭ রান করে রানআউটের শিকার হন পিংকি।
২৪ রানে ২ ওপেনারকে হারিয়ে আরও বেশি চাপে পড়ে দল। সেই চাপ কাটিয়ে না উঠতেই আবারও ৪৪ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের স্কোরবোর্ডে যখন ১৫.ও ওভারে ৪৪ রানে ৩ উইকেট, তখন মনে হচ্ছে বড় ব্যবধানে হারতে বসেছে জ্যোতির দল।
৪৪ রানের ৩ উইকেট পঢ়ার পর ব্যাট হাতে মাঠে আসেন দলীয় অধিনায়ক জ্যোতি, মাঠে নেমে আরেক ব্যাটার শারমিন আক্তারকে সাথে গড়ে তুলেন দারুণ জুটি। তাদের জুটিতে ভর করে জয়ের পথ সহজ করে ফেলে টাইগ্রেসরা।
১০২ বলে ব্যাক্তিগত ৬৪ রানের মাথায় হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন শারমিন আক্তার। শারমিন মাঠ ছাড়লেও একপাশ আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ব্যাট হাতেও পেয়ে ফিফটির দেখা।
শেষদিকে জয়ের জন্য প্রযোজন ছিল ১২ বলে ১২ রান, ৪৯তম ওভারে মাত্র ৩ রান খরচে উইকেট নিয়ে শ্রীলঙ্কা জমিয়ে তোলে ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রযোজন ছিল ৯ রান। হাতে ছিল ৫ উইকেট।
বল হাতে আক্রমণে আসেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু, প্রথম চার বলে কোনো রান না দিয়েই তুলে নেন ৪ উইকেট! শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ৯ রান, হাতে ১ উইকেট। এমন সমীকরণে শেষ ২ বল মোকাবিলা করে ১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
সহজ ম্যাচ যেখানে জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার, সেখানে উল্টো পরাজয়ের শিকার হয় ৭ রানে। এই হারে চলতি নারী বিশ্বকাপ থেকে ১ ম্যাচ হাতে রেখেই ছিটকে গেল জ্যোতির দল।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ১০২ বলে ৬৪ রান করেন শারমিন আক্তার, ২৭ বলে ১৯ রান করেন স্বর্ণা আক্তার এবং ৯৮ বলে ৭৭ রান করেন জ্যোতি।
বল হাতে শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট নেন চামারি আতাপাত্তু।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন