বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:২৮ পিএম

এফপিএলের ২০২৫-২৬ মৌসুমে সবচেয়ে দামি কারা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:২৮ পিএম

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের পাঁচ দামি খেলোয়াড়। ছবি- সংগৃহীত

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের পাঁচ দামি খেলোয়াড়। ছবি- সংগৃহীত

প্রতি বছর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ (FPL) ফেরার সঙ্গে সঙ্গে যেটি সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় সেটি হলো খেলোয়াড়দের নতুন মূল্য নির্ধারণ। কে কত দামি? কে বা কারা হয়ে উঠবে মৌসুমের ‘বাজেট বিস্ময়’!

২০২৫/২৬ মৌসুমের জন্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ কিছু চমকপ্রদ মূল্য নির্ধারণ করেছে, যা নিয়ে আলোচনার তুঙ্গে। এবারের মৌসুমে মাত্র ১০ জন খেলোয়াড়ের মূল্য ৮ মিলিয়ন পাউন্ডের বেশি এবং শীর্ষ দুই তারকার দাম ১৪ মিলিয়ন পাউন্ডের ওপরে।

সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড় কারা?

৫. বুকায়ো সাকা (মিডফিল্ডার, আর্সেনাল) – ১০ মিলিয়ন পাউন্ড

গত মৌসুমে ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করলেও সাকা করেছিল ৬ গোল ও ১১ অ্যাসিস্ট। তার দাম পরিবর্তন হয়নি, তবে আর্সেনালের আক্রমণে আবারও তার উপরই থাকবে মূল ভরসা।

৪. কোল পামার (মিডফিল্ডার, চেলসি) – ১০.৫ মিলিয়ন পাউন্ড

চেলসির এই মিডফিল্ডার গত মৌসুমে ১৫ গোল ও ১০ অ্যাসিস্ট দিয়ে আলো ছড়িয়েছেন। যদিও মৌসুমের দ্বিতীয়ার্ধে ফর্মে কিছুটা ভাটা পড়ে, তবুও তিনি থাকবেন পেনাল্টি ডিউটির প্রধান।

নতুন মৌসুমের প্রথমদিকে চেলসির ফিক্সচার সহজ হওয়ায় পামার হতে পারেন গেমউইক ১-এর হট চয়েস।

৩. আলেক্সান্ডার ইসাক (ফরোয়ার্ড, নিউক্যাসল) – ১০.৫ মিলিয়ন পাউন্ড

২০২৪/২৫ মৌসুমে ইসাক করেছেন ২৩ গোল ও ৬ অ্যাসিস্ট। তার দাম বেড়ে হয়েছে ১০.৫ মিলিয়ন পাউন্ড (আগে ছিল ৮.৫ মিলিয়ন পাউন্ড)। নিউক্যাসলের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাও তার পারফরম্যান্সের প্রমাণ।

২. আর্লিং হালান্ড (ফরোয়ার্ড, ম্যানসিটি) – ১৪ মিলিয়ন পাউন্ড

গত মৌসুমে প্রত্যাশার তুলনায় কিছুটা কম পারফর্ম করলেও ২২ গোল ও ৩ অ্যাসিস্ট করে গেছেন। ফলে তার দাম ১৫ মিলিয়ন পাউন্ড থেকে কিছুটা কমিয়ে ১৪ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।

তবে এখনও তিনি থাকছেন ‘পাওয়ার পিক’ হিসেবেই।

১. মোহাম্মদ সালাহ (মিডফিল্ডার, লিভারপুল) – ১৪.৫ মিলিয়ন পাউন্ড

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন সালাহ। করেছেন ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট—মোট ৩৪৪ পয়েন্ট।

এ কারণেই তাকে এবার রাখা হয়েছে সর্বোচ্চ দামে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!