ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের ‘বন্ধুত্ব’ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে লন্ডনে চাহালের জন্মদিন উদযাপনের এক ভাইরাল ভিডিও নতুন করে সেই গুঞ্জনে ঘি ঢেলেছে। জন্মদিনের কেক কাটার পর মাহভাশকে চাহালের জড়িয়ে ধরা দৃশ্য ধরা পড়েছে পাপারাজ্জির ক্যামেরায়, যা এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
চাহাল গত ২৩ জুলাই লন্ডনে নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করেন। সেই উৎসবে উপস্থিত ছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ানও। কিন্তু জন্মদিন ঘিরে সব আলো এখন মাহভাশ-চাহাল ঘনিষ্ঠতার দিকেই।
ইনস্টাগ্রামেও মাহভাশ একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তারা একসঙ্গে একটি রেস্তোরাঁয় বসে আছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইউজি! বুড়ো হওয়া জীবনের একটি দৃশ্য এবং অন্যান্য দৃশ্যগুলো আরও খারাপ। সো অল দ্য বেস্ট।’
চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের সময় থেকেই মাহভাশের নাম উঠে আসে। ২০২৪ সালের শেষ দিকে একটি ক্রিসমাস পার্টিতে একসঙ্গে তাদের দেখা গেলে সেই জল্পনা আরও প্রবল হয়। এরপর ২০২৫ সালের শুরুতে ধনশ্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর, দুবাইতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাহভাশের সঙ্গে চাহালকে খেলা উপভোগ করতে দেখা যায়। এমনকি আইপিএলের সময় পাঞ্জাব কিংসের টিম বাসে মাহভাশকে অন্যান্য ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে দেখা গেলে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।
যদিও মাহভাশ শুরু থেকেই দাবি করে আসছেন, তারা শুধুই বন্ধু এবং সেই অবস্থান তিনি আজও বজায় রেখেছেন। তবে ধারাবাহিকভাবে একসঙ্গে উপস্থিতি এবং এবার জন্মদিনে প্রকাশ্যে ঘনিষ্ঠতা—সব মিলিয়ে সম্পর্কটি আর নিছক বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
এই মুহূর্তে চাহাল ও মাহভাশের সম্পর্কের রসায়ন নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। তাদের বন্ধুত্বের আড়ালে কি অন্য কোনো সম্পর্ক লুকিয়ে আছে? স্পষ্ট কোনো উত্তর নেই, কিন্তু এই ‘কোটি টাকার প্রশ্ন’ ঘিরেই চড়ছে কৌতূহলের পারদ।