মেজর লিগ সকারে (এমএলএস) অলস্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।
শুক্রবার (২৫ জুলাই) রাতে এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, অল-স্টার ম্যাচে অংশ না নেওয়া কোনো খেলোয়াড় যদি আগে থেকেই লিগের অনুমতি না নেন, তবে পরবর্তী ক্লাব ম্যাচে খেলতে পারবেন না। সেই নিয়মেই মেসি ও আলবার ওপর এই শাস্তি এসেছে।
ফলে বাংলাদেশ সময় আগামী রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ইন্টার মায়ামি। চলতি মৌসুমে এরই মধ্যে ১৮টি গোল করেছেন মেসি, যা ইন্টার মিয়ামির আক্রমণভাগে বড় ভূমিকা রেখেছে।
ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, খেলোয়াড়দের প্রায়ই অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তারা প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলে। তাই মেসি ও আলবাকে বিশ্রাম দেওয়া হয়।
তবে লিগের দৃষ্টিতে তা যথেষ্ট কারণ নয়, কারণ তাদের নাম অল-স্টার ম্যাচের রোস্টারে ছিল এবং আগে থেকে কোনো আনুষ্ঠানিক অব্যাহতি নেওয়া হয়নি।
মেসি ও আলবার অনুপস্থিতি ইন্টার মিয়ামির জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ তারা বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানের জন্য লড়াই করছে।
আপনার মতামত লিখুন :