মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ ২০২৫ সালের অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় লিওনেল মেসি ও জর্দি আলবার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস।
এমএলএসের নিয়ম অনুযায়ী, লিগের অনুমতি ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অংশ না নিলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এই নিয়মের জের ধরেই মেসি ও আলবার ওপর এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। ফলে শনিবার রাতের ইন্টার মিয়ামি বনাম সিনসিনাতির ম্যাচে তারা খেলতে পারবেন না।
ইন্টার মিয়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস সাংবাদিকদের জানান, মেসি ও আলবা দুজনেই এই সিদ্ধান্তে 'চরম হতাশ' এবং 'রীতিমতো ক্ষুব্ধ'। তাদের মতে, অল-স্টার ম্যাচে না খেলার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা 'সম্পূর্ণ অযৌক্তিক'।
মাস এই নিয়মের সঙ্গে একমত নন এবং এমএলএস কমিশনারকে তার আপত্তির কথা স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই নিয়ম পরিবর্তন করা হবে।
গত সপ্তাহে টেক্সাসের অস্টিনে ২০২৫ এমএলএস অল-স্টার উইক অনুষ্ঠিত হয়। ভক্তদের ভোটে মেসি ও আলবা দুজনেই অল-স্টার স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন।
এবং মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। তবে স্কিল চ্যালেঞ্জ ও মূল ম্যাচে তাদের কেউই অংশ নেননি।
এমএলএস কমিশনার ডন গারবার এই বিষয়ে বলেন, আমি জানি মেসি এই লিগকে ভালোবাসে এবং সে লিগের জন্য অনেক কিছু করেছে।
তবে অল-স্টার ম্যাচ নিয়ে আমাদের দীর্ঘদিনের নিয়ম আছে এবং সেটা প্রয়োগ করা ছাড়া উপায় ছিল না। যদিও সিদ্ধান্তটি কঠিন, আমরা নিয়মটি নিয়ে পুনর্বিবেচনায় যাচ্ছি।
আপনার মতামত লিখুন :