আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মেজর লিগ সকারের (MLS) যাত্রা ঘিরে উত্তেজনার পারদ যতই বৃদ্ধি পাচ্ছে, ততই বাড়ছে দর্শকসংখ্যা ও মিডিয়া কভারেজ।
সেই জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিতে এমএলএস ফের চালু করছে আলোচিত ‘মেসি ক্যাম’।
আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে এই বিশেষ সম্প্রচার, যার আনুষ্ঠানিক নাম ‘প্লেয়ার স্পটলাইট: মেসি’। সিজনে মোট চারটি ম্যাচে মেসিকে কেন্দ্র করেই হবে এই আলাদা সম্প্রচার।
মূলত টিকটকের জন্য বিশেষভাবে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি এই লাইভস্ট্রিমে থাকবে কাস্টম গ্রাফিকস ও বিশেষ ভিজ্যুয়াল ওভারল, যা দর্শকদের জন্য এনে দেবে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
এমএলএসের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেথ বেকন বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে ভক্তদের সম্পর্ক আরও গভীর করতে পেরে আমরা আনন্দিত।
অ্যাপল ও টিকটকের মতো পার্টনারদের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
‘মেসি ক্যাম’-এর যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে, ইন্টার মিয়ামি ও আটলান্টা ইউনাইটেডের প্লে-অফ ম্যাচ ঘিরে।
সেবারই এটি ৬.৪ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় টিকটকে, এবং এমএলএস ও ইন্টার মায়ামির পেজে দারুণ সাড়া ফেলে।
পাশাপাশি এটি অ্যাপল টিভির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ক্রীড়ানুষ্ঠান হিসেবে রেকর্ড গড়ে।
এইবারের প্রথম ‘মেসি ক্যাম’ সম্প্রচার দেখা যাবে ২ আগস্ট ইন্টার মিয়ামি ও মেক্সিকান ক্লাব নেকাক্সার ম্যাচে। ক্লাবের মালিকানা ভাগাভাগি করে নিচ্ছেন রায়ান রেনল্ডস, রব ম্যাকেলহেনি, মেসুত ওজিল ও ইভা লংগোরিয়া। বাকি তিনটি ম্যাচের দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে।
এদিকে এমএলএস কমিশনার ডন গারবার জানিয়েছেন, ২০২৫ সালের এমএলএস মৌসুমে প্রতিটি ম্যাচের গড় দর্শকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
আপনার মতামত লিখুন :