টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে থেমে গেল সেই ছন্দ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হেরে গেছে তারা, ফলে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলেও একধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে গেছে যুবারা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২২ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান ড্রেসিংরুমে। এরপর অধিনায়ক আজিজুল হাকিম আর রিজন হোসেন মিলে চেষ্টা করেন ইনিংস মেরামতের। কিন্তু রিজন ৩৮ বলে ১৭ রান করে ফিরে গেলে চাপ বাড়ে।
আজিজুল হাকিম তুলে নেন অর্ধশতক, করেন ৮১ বলে ৫৯ রান। তবে তার আউটের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৭৫ রানেই থেমে যায় ইনিংস। কালাম সিদ্দিকী একপ্রান্ত আগলে ৬১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও সুবিধার ছিল না। আল ফাহাদের আগুনঝরা স্পেলে ৬ রানে ফিরে যান ওপেনার ফন শালকভিক। কিন্তু এরপর ম্যানাক ও বুলবুলিয়া মিলে গড়ে তোলেন ৫৫ রানের জুটি।
বুলবুলিয়া ৩৯ ও ম্যানাক করেন ৫৭ রান। এরপর অধিনায়ক রোলেস (৪১) ও প্রিটোরিয়াস (২১\*) মিলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। শেষ পর্যন্ত ৩৬.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
বাংলাদেশের হয়ে আল ফাহাদ নিয়েছেন ৩ উইকেট। আগামীকাল সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।