ফুটবল বুট খুলে ক্রিকেট স্পাইক পরে মাঠে নামবেন লিওনেল মেসি-শোনার পর প্রথমে চোখ কপালে উঠলেও, সবকিছু ঠিকঠাক থাকলে এমনটাই হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা আর্জেন্টাইন ফুটবল মহাতারকা মেসিকে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে এক প্রীতি ক্রিকেট ম্যাচে!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ব্যতিক্রমী ৭ জনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ম্যাচটির আয়োজনে রয়েছে একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা ইতোমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়নকে (এমসিএ) স্টেডিয়াম বরাদ্দ রাখার অনুরোধ করেছে।
ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক-এই ম্যাচে অংশ নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। আর অপরপ্রান্তে, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি!
জানা গেছে, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে একটি প্রোমোশনাল সফরে ভারতে আসবেন। সফরের অংশ হিসেবে তিনি নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাই ঘুরে দেখতে পারেন। ওয়াংখেড়েতে আয়োজিত এই ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়েও চলছে আলোচনার ঝড়।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে এক এমসিএ কর্মকর্তা বলেছেন, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে থাকবেন। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ম্যাচে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকেরা বিস্তারিত সূচি প্রকাশ করবে।
২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। সেই সফরের পর এবারই প্রথম ভারত সফরে আসছেন তিনি।
তবে এই সফরের আগে আরেকটি সম্ভাব্য সফর ছিল আর্জেন্টিনা দলের-চলতি অক্টোবর মাসে ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলার আলোচনা চলছিল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান এই বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের একটি সমঝোতাও হয়েছিল। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত রয়েছে।