একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলের প্রার্থিতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলা বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রার্থীদের নাম ইতোমধ্যে কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ): জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।
অন্যদিকে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই আসনের মনোনয়ন ঘোষণা করা হবে।

