শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ছোট একটা বিরতি পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আবারও মাঠে ফিরছেন টাইগাররা।
আগামী বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে তাদের অনুশীলন ক্যাম্প।
প্রাথমিকভাবে ফিটনেস ক্যাম্প দিয়ে প্রস্তুতি শুরু হলেও, ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে দলের সব কোচিং স্টাফ যোগ দেবেন। এরপরই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের মতো দক্ষতা বৃদ্ধির কাজ শুরু হবে।
তবে মূল চমক আসছে এরপরেই। এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এই সিরিজটি হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই খবর নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
নাজমুল আবেদীন ফাহিম জানান, মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। এরপর কোচরা এলে স্কিল নিয়ে কাজ শুরু হবে। এরপর ক্যাম্পটি চলে যাবে সিলেটে, যেখানে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেব।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের উইকেট আশা করছেন তিনি।
এদিকে, ১৪ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ডাচ বাহিনীর। এর পরপরই বাংলাদেশের অনুশীলন ক্যাম্প মিরপুর থেকে সিলেটে স্থানান্তরিত হবে।
আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :