সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:০৮ পিএম

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ১১ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বিভিন্ন সময়ে আজকের দিনে ঘটেছে বেশ কিছু রেকর্ড গড়া মুহূর্ত ও কিংবদন্তি খেলোয়াড়দের স্মরণীয় কীর্তি।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

শেন ওয়ার্নের অনন্য কীর্তি (২০০৫)

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আজকের দিনে টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিককে আউট করে তিনি এই রেকর্ড গড়েন।

যদিও ১৯৯৩ সালে একই ভেন্যুতে মাইক গ্যাটিংকে করা ‘বল অফ দ্য সেঞ্চুরি’-র মতো জাদুকরী ডেলিভারি ছিল না, তবুও অ্যাডাম গিলক্রিস্টের হাত ধরে ধরা সেই ক্যাচ ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেছে।

কিংবদন্তি পেসার টম রিচার্ডসনের জন্ম (১৮৭০)

শক্তি, গতি ও সহনশীলতায় অনন্য টম রিচার্ডসন ছিলেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার। ১৮৯৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ১১০.৩ ওভার বল করে ১৩ উইকেট নেন।

মাত্র ১৪ টেস্টে তার শিকার ৮৮ উইকেট, আর ১৮৯৫-৯৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০৯ উইকেট তার অসাধারণ শারীরিক সামর্থ্যের প্রমাণ।

বিদায় বিল উডফুল (১৯৬৫)

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বিল উডফুলের মৃত্যু ঘটে আজকের দিনে। ব্যাট হাতে তার গড় ছিল ৪৬, কিন্তু ইতিহাসে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় ১৯৩২-৩৩ সালের বডিলাইন সিরিজে অসাধারণ নেতৃত্বের জন্য।

ইংল্যান্ডের লারউডের বাউন্সারে আঘাতপ্রাপ্ত হলেও তিনি দৃঢ়তার সঙ্গে দলকে সামনে এগিয়ে নেন এবং ১৯৩০ ও ১৯৩৪ সালে নিজের জন্মদিনে অ্যাশেজ পুনরুদ্ধার করেন।

প্রথম দ্বিশতক জুটি (১৮৮৪)

দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিলি মারডক ও ‘টাপ’ স্কট ২০৫ রানের জুটি গড়েন। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো দ্বিশতকের জুটি গড়েন তারা।

সেই ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৫৫১ রান, তবে ম্যাচ ড্র হয়।

এক ম্যাচের দুই ইনিংসে শতক (১৯০৯)

অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসে শতক করা প্রথম ব্যাটার। প্রথম ইনিংসে ১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেন তিনি।

যা সে সময়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে।

যশপাল শর্মার জন্ম (১৯৫৪)

ভারতের আক্রমণাত্মক ব্যাটার যশপাল শর্মা জন্ম নেন আজকের দিনে। ৩৭ টেস্টে তার গড় ছিল ৩৩.৪৫, তবে ১৯৮১-৮২ মৌসুমে চেন্নাই টেস্টে গুণ্ডাপ্পা বিশ্বনাথের সঙ্গে ৩১৬ রানের রেকর্ড জুটি ছিল তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।

অঞ্জু জৈনের জন্ম (১৯৭৪)

ভারতীয় নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক, উইকেটকিপার ও ওপেনার অঞ্জু জৈন জন্ম নেন আজকের দিনে। ২০০০ সালের নারী বিশ্বকাপে দলকে সেমিফাইনালে এবং ২০০৫ সালে ফাইনালে তুলেছিলেন তিনি।

টেস্টে তার একমাত্র শতকটি আসে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। পরবর্তীতে তিনি জাতীয় নির্বাচকের দায়িত্বও পালন করেন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!