দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি জাহাজকে ধাওয়া দেওয়ার সময় দুর্ঘটনাক্রমে নিজেদের কোস্ট গার্ডের জাহাজে ধাক্কা দিয়েছে বেইজিং এর একটি যুদ্ধজাহাজ। ফিলিপাইনের কোস্ট গার্ড আঞ্চলিক বিরোধ মোকাবেলায় চীনকে আন্তর্জাতিক নিয়মগুলোকে সম্মান করার জন্য ‘ধারাবাহিকভাবে অনুরোধ’ করছে।
অন্যদিকে বেইজিং বলেছে, তারা ‘আইন মেনে’ কাজ করছে এবং ফিলিপাইনের জাহাজগুলোকে সরানোর জন্য ‘সব প্রয়োজনীয় ব্যবস্থা’গ্রহণ করেছে।
জানা যায়, ফিলিপাইন কোস্ট গার্ডের সদস্যরা বিতর্কিত স্কারবোরো শোলে মাছ ধরার এলাকায় মৎসজীবীদের সাহায্য পৌঁছে দিচ্ছিলেন। ওই সময় চীনা কোস্ট গার্ড একটি ‘ঝুঁকিপূর্ণ কৌশল’ অবলম্বন করে, ফলে চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে ‘গুরুতর ক্ষতি’ হয়। চীন সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও ফিলিপাইনের বিরুদ্ধে ‘জোরপূর্বক চীনা জলসীমায় প্রবেশের’ অভিযোগ করেছে এবং সংঘর্ষের কথা উল্লেখ করেনি।
স্কারবোরো শোল একটি ত্রিভুজাকৃতির প্রবাল শৃঙ্খল ও পাথরের চেইন। ২০১২ সালে এলাকাটি চীন দখল করার পর থেকে দুই দেশের মধ্যে এটি দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু।
এছাড়া দক্ষিণ চীন সাগর হলো চীন, ফিলিপাইন ও অন্য দেশগুলোর মধ্যে বিরোধের কেন্দ্রে থাকা একটি এলাকা। গত কয়েক বছরে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। সেখানে দুই পক্ষই একে অপরের ওপর উত্তেজনা সৃষ্টির ও সামুদ্রিক সংঘর্ষের দায় চাপাচ্ছে, যার মধ্যে তরবারি, বর্শা ও ছুরি ব্যবহারের ঘটনাও ঘটেছে।
গত দুই বছরে এই ধরনের বিপজ্জনক ঘটনা চীন ও ফিলিপাইন কর্তৃপক্ষের মধ্যে বহু গুণ বেড়েছে, যেখানে তারা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্রবাল ও দ্বীপপুঞ্জের মালিকানা প্রয়োগের চেষ্টা করছে।
২০২৪ সালের জুনে ফিলিপাইনের সেনারা ‘হাত দিয়ে’ চীনা কোস্ট গার্ডের তরবারি, বর্শা ও ছুরি নিয়ে সশস্ত্র কর্মীদের প্রতিহত করেছিল। ম্যানিলা বলেছে, ওই সংঘর্ষে একজন ফিলিপাইন সেনা বৃদ্ধাঙ্গুলি হারিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন