শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ওপেনার এনামুল হক বিজয়। দুই টেস্টের চার ইনিংসে তার রান ছিল যথাক্রমে ০, ১৯, ০, এবং ৭।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও নির্বাচকরা তার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার প্রতিদান দেওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশ 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়।
অস্ট্রেলিয়ায় ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ 'এ' দলের এই সফরকে ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য দুই টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এই দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রের অংশ।
বিজয় ছাড়াও এই সফরে আরও পাঁচজন খেলোয়াড় যোগ দিচ্ছেন। তারা হলেন ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ। এই ছয় ক্রিকেটার ১৭ ও ১৮ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে, নুরুল হাসান সোহানের নেতৃত্বে 'এ' দলের একটি অংশ ইতিমধ্যে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি দলে থাকা পেসার হাসান মাহমুদও এই চার দিনের ম্যাচে খেলবেন।
এছাড়া, ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামও দলে সুযোগ পেতে পারেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন