সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৯৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম এবং ম্যাথিউ ব্রিটজকে-এর অর্ধশতকে ভর করে প্রোটিয়ারা ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ছিল বেশ নাটকীয়। রায়ান রিকেলটন প্রথমে এলবিডব্লিউ হলেও রিভিউ নিয়ে বেঁচে যান এবং পরে উইকেটরক্ষক জশ ইংলিসের একটি সহজ ক্যাচ ছাড়ার কারণে জীবন পান। কিন্তু শেষ পর্যন্ত ৩৩ রানে তাকে বিদায় নিতে হয়।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা (৬৫ রান) এবং এইডেন মার্করাম (৮২ রান)।
লম্বা সময় পর ওয়ানডেতে ইনিংসের সূচনা করতে নেমে মার্করাম তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৮১ বলে ৯টি চারের সাহায্যে অসাধারণ এক ইনিংস খেলেন।
অন্যদিকে, বাভুমা ধীরগতিতে রান তুললেও ইনিংসকে সঠিক পথে রাখেন।
দুজনের জুটি ভাঙার পর তরুণ ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকে (৫৭ রান) আক্রমণাত্মক ব্যাটিং করে স্কোরবোর্ডকে সচল রাখেন। তবে, হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ধস নামে।
মাত্র ৭ রানের মধ্যে ব্রিটজকে, ট্রিস্টান স্টাবস (০) এবং টি-টোয়েন্টি সিরিজের তারকা ডিওয়াল্ড ব্রেভিস (৬ রান) আউট হন। ব্রেভিস তার ওয়ানডে অভিষেকের প্রথম বলেই ছক্কা মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
এদিন অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ট্র্যাভিস হেড, যিনি তার অফ-স্পিন দিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে আঘাত হানেন এবং ৪ উইকেট নেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন