বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০১:১০ পিএম

পিএফএর বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০১:১০ পিএম

মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

লিভারপুলের মিসরীয় তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ এবারও জিতে নিলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করলেন।

এর আগে তিনি ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন সালাহ।

গত মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ২৯টি গোল করার পাশাপাশি ১৮টি অ্যাসিস্টও করেছেন, যা তার দলকে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে।

লিভারপুল চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে। পিএফএ পুরস্কার ছাড়াও সালাহ সম্প্রতি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

এ বছর পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স। ক্লাব এবং ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর তিনি সম্প্রতি ইংল্যান্ডের সিনিয়র দলেও সুযোগ পেয়েছেন।

পিএফএ টিম অব দ্য ইয়ারে এবার লিভারপুলের চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। সালাহ ছাড়াও টিমে রয়েছেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এবং দুই মিডফিল্ডার রায়ান গ্রাভেনবের্চ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

পিএফএ টিম অব দ্যা ইয়ার

গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)

ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), ভার্জিল ফন ডাইক, মিলোস কেরকেজ (লিভারপুল)

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), ডেকলান রাইস (আর্সেনাল)

ফরওয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)

এই টিমে আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল ও ডেকলান রাইসও স্থান পেয়েছেন।

এছাড়াও নটিংহ্যাম ফরেস্টের ম্যাটজ সেলস ও ক্রিস উড এবং নিউক্যাসেলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক তাদের দারুণ পারফরম্যান্সের কারণে টিমে জায়গা পেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!