সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:৪৪ পিএম

গোলের বৃষ্টিতে তুলুজকে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:৪৪ পিএম

এই জয়ে লিগ আঁ টেবিলের শীর্ষস্থানে পিএসজি। ছবি- সংগৃহীত

এই জয়ে লিগ আঁ টেবিলের শীর্ষস্থানে পিএসজি। ছবি- সংগৃহীত

লিগ আঁ-তে গোলের পর গোল করে তুলুজকে নাস্তানাবুদ করে দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতের ম্যাচে ৬-৩ গোলের বিশাল ব্যবধানে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। তুলুজ পেলো মৌসুমের প্রথম হারের স্বাদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। প্রথম ৩০ মিনিটের মধ্যেই চারবার তুলুজের জালে বল পাঠায় তারা। ম্যাচের নায়ক ছিলেন জোয়াও নেভেস, যিনি একাই করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

পাশাপাশি উসমান দেম্বেলে করেন জোড়া গোল এবং তরুণ তারকা ব্র্যাডলি বারকোলাও পেয়েছেন জালের দেখা।

এদিন ম্যাচের সপ্তম মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে দারুণ এক বাইসাইকেল কিকে পিএসজিকে এগিয়ে দেন নেভেস। তার দুই মিনিট পর ফাবিয়ান রুইজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা।

পিএসজির তৃতীয় গোলটিও আসে নেভেসের পা থেকে, এবারও কর্নার থেকে পাওয়া বলকে বাইসাইকেল কিকে জালে জড়ান তিনি।

২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন দেম্বেলে। বিরতির আগে অবশ্য তুলুজের চার্লি ক্রেসওয়েল একটি গোল শোধ করে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজি আরও একটি পেনাল্টি পায় এবং দেম্বেলে তা থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি পূরণ করেন। রপর ৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ এক শটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন নেভেস, স্কোরলাইন দাঁড়ায় ৬-১।

ম্যাচের শেষদিকে ইয়ান এবং অ্যালেক্সিস তুলুজের হয়ে আরও দুটি গোল করলেও, তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

এই জয়ে পিএসজি লিগ আঁ টেবিলের শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, প্রথম হারের তেতো স্বাদ পেয়ে তুলুজ নেমে গেছে ষষ্ঠ স্থানে।

রূপালী বাংলাদেশ

Link copied!