রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৪:৪২ পিএম

নারীকে গুম করে দেওয়ার হুমকি ব্রাজিল তারকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৪:৪২ পিএম

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। ছবি- সংগৃহীত

৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ এক নারীকে অপহরণের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ওই নারীর সুরক্ষার জন্য একটি আদেশ জারি করেছেন, যাতে লুইজ তার থেকে দূরে থাকেন।

অভিযোগকারী নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা জানিয়েছেন, ফোরটালেজা ক্লাবে খেলার সময় লুইজের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তখনই লুইজ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন।

বারবারোসা, যিনি একজন সিঙ্গেল মা, গত ২৫ আগস্ট পুলিশে অভিযোগ দায়ের করেন এবং পরদিনই আদালতের কাছে সুরক্ষা চেয়ে আবেদন জানান।

বারবারোসার আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা বলেন, লুইজ ইনস্টাগ্রাম মেসেজে তার মক্কেলকে হুমকি দেন। ব্রাজিলের সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল তাদের হাতে আসা হুমকির কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে।

একটি মেসেজে লুইজ লিখেছেন, আমার টাকা আর ক্ষমতা আছে। বুদ্ধি খাটানোর চেষ্টা করলে তোমার ছেলে এর পরিণতি ভোগ করবে।

অন্য একটি মেসেজে তিনি বলেন ‘আমি চাইলে তোমাকে গায়েব করতে পারি। আমার লোক জানে তুমি কোথায় আছ। আমার কিছুই হবে না।’

বারবারোসার আইনজীবী জানান, এই হুমকিগুলো তার মক্কেলকে ভীষণভাবে ভীত করেছে। তার মনে হয়েছে, ২০১০ সালের কুখ্যাত ‘এলিজা সামুদিও’ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, যেখানে ফুটবলার ব্রুনো ফার্নান্দেস ডি সুজা এক নারীকে অপহরণ ও খুন করেছিলেন।

এই অভিযোগের বিষয়ে লুইজের জনসংযোগ দপ্তর একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, মামলাটি এখন বিচারিক গোপনীয়তার অধীনে থাকায় লুইজ কোনো মন্তব্য করবেন না।

তবে তিনি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করেন যে উপযুক্ত কর্তৃপক্ষ এর সত্যতা উদ্ঘাটন করবে।

এদিকে, ডেভিড লুইজ সম্প্রতি ব্রাজিলের ফোরটালেজা থেকে সাইপ্রাসের পাফোস এফসি-তে যোগ দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!