রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:১৬ পিএম

সাকিবকে ছুঁয়ে বিশ্বরেকর্ডের কাছে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১২:১৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজুর রহমান। এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের একক দখলে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে সেই রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ।

দলে অন্য পেসাররা যেখানে খরুচে ছিলেন, সেখানে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। কুশল পেরেরাকে লিটন দাসের হাতে ক্যাচ করিয়ে শুরু করেন সাফল্যের পথচলা। এরপর কামিন্দু মেন্ডিসকেও একইভাবে লিটনের ক্যাচ বানান। শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ করিয়ে রেকর্ডের মঞ্চে পৌঁছে যান কাটার মাস্টার।

এর মধ্য দিয়ে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট সংগ্রহ করলেন মুস্তাফিজ, যা সাকিবের সমান। তবে বড় পার্থক্য হলো- সাকিবকে একই সংখ্যক উইকেট নিতে খেলতে হয়েছে ১২৯ ম্যাচ।

এবার মুস্তাফিজের সামনে লক্ষ্য বিশ্বরেকর্ড। আফগানিস্তানের রশিদ খান ১০৩ ম্যাচে নিয়েছেন ১৭৪ উইকেট। সেখান থেকে মাত্র ২৫ উইকেট দূরে আছেন বাঁহাতি এই পেসার। পথে তাকে পেছনে ফেলতে হবে ১৫০ উইকেটধারী ইশ সোধিকে। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে তালিকার দুইয়ে থাকলেও অবসরে যাওয়ায় তার রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা।

শুধু তাই নয়, গত রাতের ৩ উইকেট নিয়ে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও উঠে এসেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত তার শিকার ৭ উইকেট, যা তালিকার তিন নম্বর অবস্থান। তার ওপরে আছেন ভারতের কুলদীপ যাদব (৮) এবং শীর্ষে আছেন সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিকি (৯)। তবে জুনাইদের দল ইতিমধ্যে বিদায় নিয়েছে। ফলে শীর্ষ উইকেট শিকারির লড়াইটা গড়ে উঠতে পারে মুস্তাফিজ আর কুলদীপের মধ্যে।

Link copied!