শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের দল, যা তাদের ফাইনালের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
সহজ করে বলতে গেলে এই জয়ে এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে নিশ্বাস ফেলছে লাল-সবুজের দল।
এদিন শুরুটা মোটেও সহজ ছিল না। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে টেনে জয়ের পথ দেখিয়ে দেন সাইফ হাসান ও লিটন কুমার দাস।
ম্যাচ শেষে জয়ের নায়ক সাইফ হাসান জানান, উইকেট পড়লেও তারা রক্ষণাত্মক না হয়ে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন।
সাইফ বলেন, শুরুর পরিকল্পনা ছিল পরিষ্কার, উইকেট পড়লেও যেন খোলসে ঢুকে না যাই। আমরা ঠিক করেছিলাম পাল্টা আক্রমণ চালাব।
তিনি আরও জানান, লিটন দাসের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো ছিল, যা তাকে ইনিংস গড়ার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে।
নিজের শ্রীলঙ্কান মায়ের প্রসঙ্গ উঠলে সাইফ হাসিমুখে বলেন, প্রতিপক্ষ নিয়ে তার কোনো বাড়তি আবেগ নেই। বরং এই ইনিংসটি তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, আজকের ইনিংস অবশ্যই বিশেষ ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা করি, সামনে আরও ভালো করতে পারব।
এই জয়ের পর বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন এখন আরও জোরালো হয়েছে। সুপার ফোরে তাদের আরও দুটি ম্যাচ বাকি- ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।
সাইফ হাসান বিশ্বাস করেন, তারা তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি।
সাইফ বলেন, এখানে আসার আগে সবাই বিশ্বাস করেছিল আমরা ফাইনাল খেলব। আমরা এখন এক ধাপ কাছাকাছি। আমাদের পরের মনোযোগ কেবল ভারতের বিপক্ষে ম্যাচ।
তিনি আরও বলেন যে, বড় স্বপ্ন দেখতে হবে, কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। তাদের পরবর্তী লক্ষ্য এখন ভারতের বিপক্ষে ম্যাচ জেতা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন