এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেকের ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৬৮ রান সংগ্রহ করে সূর্যকুমারের দল।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় ম্যাচ। এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।
ভারতের হয়ে ব্যাট হাতে এ দিন ওপেনিংয়ে আসেন শুবমান গিল ও অভিষেক শর্মা। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে দেখেশুনে ব্যাট চালান দুই ওপেনার।
তিন ওভারের পরই শুরু হয় ভারতের ব্যাটিং তাণ্ডব। পাওয়ার প্লে’র লাস্ট ৩ ওভারে চলে আসে ৫৫ রান।
পাওয়ার প্লে শেষে বল হাতে আগমন ঘটে রিশাদ হোসেনের—পরপর ওভারে উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরানোর আভাস দেয় রিশাদ।
এ দিন দলীয় ৭৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। গিল ফেরার ৬ রান পর আবারও উইকেট হাারায় ভারত।
পরপর উইকেট হারানোর পরও মারকুটে স্বভাবে ব্যাট চালতে থাকেন অভিষেক শর্মা। দলীয় ১১২ রানের মাথায় মুস্তাফিজুরের বলে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক। আউট হওয়ার আগে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন অভিষেক শর্মা।
অভিষেক রান আউট হয়ে সাজঘরে ফিরলে রানের চাকা কমে যায় ভারতের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।
এই ম্যাচে ব্যাট হাতে ভারতের হয়ে ৩৭ বলে ৭৪ রান করেন অভিষেক শর্মা, ১৯ বলে ২৯ রান সংগ্রহ করেন শুবভান গিল, ৭ বলে ৫ রান করেন তিলক ভার্মা এবং ২৯ বলে ৩৮ রান করেন হার্দিক পান্ডে।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন রিশাদ হোসেন, ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও সাইফ উদ্দিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন