এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচ ও অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে পরিসংখ্যান বলছে, ইতিহাস পাকিস্তানের পক্ষেই। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং লড়াইয়ের মানসিকতা দেখালে পিছিয়ে নেই টাইগাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি ম্যাচে।
এশিয়া কাপের পরিসংখ্যানেও চিত্রটা প্রায় একই— ১৫ বারের দেখায় মাত্র ২ বার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
তবে, সাম্প্রতিক সময়ে চিত্র পাল্টেছে। ২০২৪ সাল থেকে সব ফরম্যাট মিলিয়ে এই দুই দলের মধ্যে ৮টি ম্যাচ হয়েছে, যেখানে জয়-পরাজয়ের পাল্লা সমান, ৪টি করে।
গতকাল ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমরা জিতে এশিয়া কাপের ফাইনালে যাব।’
আজকের খেলায় দু-দলের একাদশ
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন