এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের জন্য বিদেশি লিগের দরজা বন্ধ করে দিল।
বোর্ডের ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিয়ে পিসিবি খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণের জন্য 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা করেছে।
এই সিদ্ধান্তের ফলে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সময়ে বিদেশি লিগগুলিতে খেলার সুযোগ পাবে না।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সামির আহমেদ একটি বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় ক্রিকেট বোর্ডের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সুনাম পুনরুদ্ধার এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সামির আহমেদ স্পষ্ট জানিয়েছেন, সব বিদেশি লিগে অংশগ্রহণের জন্য এনওসি স্থগিত করা হলো।
আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল বাবরের। সিক্সার্স দল প্ল্যাটিনাম ক্যাটাগরিতে বাবরকে দলে নিয়েছিল, যেখানে তার ৪২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার উপার্জনের সুযোগ ছিল।
এদিকে, পিসিবির এই সিদ্ধান্তে সিডনি সিক্সার্সও প্রভাবিত হতে পারে, কারণ সিক্সার্স দল বাবর আজমকে কেন্দ্র করে তাদের দলগত কৌশল সাজিয়েছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন