নারী বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশের দেওয়া ছোট টার্গেট তাড়া করতে নেমে মারুফা ও ফাহিমার দারুণ বোলিংয়ে চাপে পড়েছে ইংল্যান্ড।
জ্যোতিদের দেওয়া মাত্র ১৭৯ রানের জবাবে দলীয় ৬ ও ২৯ রানের মাথায় দুই ওপানারকে হারায় ইংল্যান্ড, দুই ওপেনারের উইকেটই শিকার করে পেসার মারুফা আক্তার।
এদিন দলীয় ৬ রানের মাথায় হিদার নাইটের সহজ ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। তারপর আরও দুইবার আউট হয়েও রিভিউ নিয়ে জীবন পায় এই ব্যাটার।
২৯ রানে দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে মাঠে আসে বাংলাদেশ বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকে ইংল্যান্ড তারকা অলরাউন্ডার ও অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট।
হিদার নাইট ও ন্যাট সিভার-ব্রান্টের জুটিতে যখন এগিয়ে চলছিল, ঠিক তখনি বল হাতে ইংল্যান্ড শিবিরে টানা আঘাত হানে ফাহিমা।
দলীয় ৬৯ রানে ন্যাট সিভার-ব্রান্টকে ফিরানোর দুই বল পর আবারও উইকেট নেয় ফাহিমা। পরপর উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড, তার কিছু সময় পর আবারও বল হাতে উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরায় ফাহিমা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান। ক্রিজে ৬২ বলে ২৩ রানে খেলছে হিদার নাইট এবং ১৮ বলে ১৩ রানে ব্যাট করছে অ্যালিস ক্যাপসি।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেয় ফাহিমা খাতুন এবং ২টি উইকেট নেয় মারুফা আক্তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন