ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবার নিজের জীবনে আরেকটি নতুন ইনিংস শুরু করলেন। নিজের ৩২তম জন্মদিনের আগ মুহূর্তে ইনস্টাগ্রামে একাধিক ঘনিষ্ঠ যুগল ছবি প্রকাশ করে তিনি মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে তার নতুন সম্পর্ককে প্রায় 'আনুষ্ঠানিক' করে দিলেন।
দীর্ঘদিন ধরে হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছিল। অবশেষে শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে এই জুটিকে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেলে সেই জল্পনা আরও জোরালো হয়।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে হার্দিকের মাহিকাকে এগিয়ে যেতে দেওয়ার বিষয়টি, যা মুহূর্তেই ভাইরাল হয়।
বিমানবন্দরের ঘটনার কয়েক ঘণ্টা পরই হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি পোস্ট করে যেন সেই জল্পনায় সিলমোহর দিলেন। এই পোস্টগুলোর কেন্দ্রে ছিলেন ২৪ বছর বয়সী মডেল মাহিকা শর্মা।
সৈকতের ধারে কিছু অন্তরঙ্গ মুহূর্ত, সাদা-কালো পোর্ট্রেট—সবই ছিল জন্মদিনের ছুটির সময়ের উদযাপন।
তবে শুধু প্রেম নয়, হার্দিক তার পরিবারকেও এই উদযাপনে যুক্ত করেছেন। ছেলে অগস্ত্য, মা ও দিদিমার সঙ্গে হাসিখুশি পারিবারিক মুহূর্তগুলোও জায়গা পেয়েছে তার স্টোরিতে।
উল্লেখ্য, ২০২৪ সালে হার্দিক ও তার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। চার বছরের সংসার ভেঙে গেলেও, তারা জানিয়েছিলেন যে ছেলে অগস্ত্যকে দুইজন মিলেই লালনপালন করবেন।