ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

উপজেলা পরিষদের সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৫:৫২ পিএম
পুকুরপাড়। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার কাটার সময় তার মৃত্যু ঘটে।

নিহত আয়মান হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি শুক্র ও শনিবার দুই দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার সকালে সবার সঙ্গে আয়মানও সদর উপজেলা পরিষদে এসে পুকুরে নামেন সাঁতার কাটার জন্য। সাঁতার কাটার সময় হঠাৎ তিনি নিখোঁজ হন। প্রায় এক ঘন্টার খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা আয়মানকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিভাবক মাশহুর রহমান বলেন, ‘প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য নয়। নিরাপত্তা নিশ্চিত না করার কারণে এমন মৃত্যু হয়েছে। এটি তাদের অবহেলার ফল। তাদের দায়িত্ব এ ঘটনার জন্য গ্রহণ করতে হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, ‘সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

উল্লেখ্য, ওই পুকুরে দুই বছর আগে সাঁতার কাটতে গিয়ে একইভাবে আরেক শিশু মারা গিয়েছিল। অনেকের ধারণা, ওই পুকুরে জলের নিচে জীনের বসবাস রয়েছে। সেই কারণেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে।