মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:১৩ এএম

ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:১৩ এএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে 'ডি' গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র  নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।

সোমবার (১৩ অক্টোবর) রাতে ঘরের মাঠে  ফ্রান্সকে রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট আদায় করে নিয়েছে আইসল্যান্ড।

চোটে বাইরে থাকায় কিলিয়ান এমবাপেকে এই ম্যাচে পায়নি ফ্রান্স। তিন দিন আগে আজারবাইজানকে ৩-০ গোলে হারানো ম্যাচ থেকে শুরুর একাদশে সাতটি পরিবর্তন আনেন কোচ দেশম।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় সুযোগ পেয়ে যায় ফ্রান্স। প্রতিপক্ষের কর্নার আইসল্যান্ডের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে ব্যর্থ হলে দূরের পোস্টে ফাঁকায় বল পান এনকুনকু। কাছ থেকে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক। পঞ্চদশ মিনিটে বক্সের বাইরে থেকে জুল কুন্দের শটও ঠেকান তিনি।

ফ্রান্সের বেশ কয়েকটি লক্ষ্যভ্রষ্ট শটের পর ৩৯তম মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেননি ফ্রান্সের এক ডিফেন্ডার। জটলার ভেতর থেকে পায়ের টোকায় বল জালে পাঠান ভিক্তর পালসন

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরতে পারত ফ্রান্স। মাইকেল ওলিসের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বলে মাতেতার শট গোললাইনে আটকে দেন এক ডিফেন্ডার।

৬১তম মিনিটে দারুণ সুযোগ পেয়ে কাছ থেকে উড়িয়ে মারেন এনকুনকু। এক মিনিট পরই চমৎকার গোলে দলকে সমতায় ফেরান তিনি। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটের দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এসি মিলান ফরোয়ার্ড।

চার মিনিট পর এগিয়েও যায় ফ্রান্স। বাঁ দিক থেকে আকলিউচের পাসে ছুটে গিয়ে দূরের পোস্টে স্লাইডে বল জালে পাঠান মাতেতা।

জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ড।

ফরাসিদের সেই আনন্দ দুই মিনিটও স্থায়ী হয়নি। পাল্টা-আক্রমণে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে ২-২ সমতা ফেরান লিনসন।

বাকি সময়ে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কেউ।

রূপালী বাংলাদেশ

Link copied!