ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার বা ‘সেন্টার ফর এক্সিলেন্স’ নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য বরাদ্দ প্রায় ৩০ কোটি টাকা ফেরত যাওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা।
এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে এই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হারানোর ঝুঁকি ছিল। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সময়মতো কাজ শুরু করা সম্ভব হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের অধীনে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রায় তিন বছর আগে বাফুফে এই 'সেন্টার ফর এক্সিলেন্স' গড়ার উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জমি চিহ্নিত করা হলেও পরবর্তীতে একই জেলার রশিদনগরে বাফুফেকে জমি বরাদ্দ দেওয়া হয়।
বর্তমানে প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই অনুমোদন মিললেই বাফুফে নির্মাণ কাজ শুরু করবে।
বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিংয়ে আছে। আশা করি, ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। এর মধ্যেই আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন