কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে বলে আবারও নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
সম্প্রতি কিছু আন্তর্জাতিক মিডিয়ায় খবরে বলা হয়েছে, আর্জেন্টিনা দল নভেম্বরের সফর পরিবর্তন করতে পারে এবং আফ্রিকায় খেলার জন্য ভারত সফর বাতিল করতে পারে। তবে আয়োজনকারীরা এই খবরকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠান আয়োজক রেপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির এক কর্মকর্তা জানান, আর্জেন্টিনার কেরালা সফর বাতিল হওয়ার কোনো ভিত্তি নেই। তারা আগের মতোই ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলবে।
আমাদের কাছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এসেছে।
আয়োজক আরও জানান, মেসি আসবেনই। তিনি আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন এবং পুরো দলের সফরও ঘোষিত হয়েছে। আমরা নিশ্চিতভাবে বলছি, মেসি কেরালায় হাজির হবেন।
এছাড়া, মেসি ডিসেম্বরেও ভারতের কয়েকটি শহরে সফর করবেন—কলকাতা, দিল্লি ও মুম্বাই। সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মেসি বলেছিলেন, ভারতে আসা আমার জন্য বড় সম্মান।
১৪ বছর আগে এখানে আমার ভ্রমণের স্মৃতি এখনও জীবন্ত, এবং সেই সময়কার ভক্তরা অসাধারণ ছিলেন। ভারত একটি ফুটবলপ্রেমী দেশ, এবং আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে এই সুন্দর খেলার প্রতি আমার ভালোবাসা ভাগাভাগি করার অপেক্ষায় আছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন