চলমান নারী বিশ্বকাপের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর ঠিক আগে এসেছে এক দুঃসংবাদ- দলের পেসার মারুফা আক্তার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় তারকা ক্রীড়াবিদদের মধ্যে অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম ৩.০৮ ও এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ৩.৮৩ জিপিএ পেয়ে পাস করেছেন। তবে অনুত্তীর্ণ হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।
বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানান, ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করেছে বোর্ড। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে তার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। ২০২৫ সালে বিকেএসপির সামগ্রিক পাসের হার ৯২.৪৫ শতাংশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন