মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে।
টস জিতে ব্যাট হাতে টাইগারদের হয়ে ওপেনিংয়ে আসেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দলীয় ২২ রানে সাইফ আউট হয়ে সাজঘরে ফিরলেও একপাশ আগলে রেখে ব্যাট চালান আরেক ওপেনার সৌম্য। তিন নম্বরে ব্যাট হাতে আসা হৃদয়ের সাথে জুটি গড়ার চেষ্টা করেও পারেননি সৌম্য। দলীয় ৪১ রানের মাথায় দলকে চাপে ফেলে আউট হয়ে যান তাওহীদ হৃদয়।
মিরপুরের পিচে রান করার চেয়ে টিকে থাকাই বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, সেখানে একপাশ আগলে লম্বা সময় মাঠে ছিলেন সৌম্য সরকার।
শান্ত-অঙ্কনকে সাথে নিয়ে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এই ব্যাটার। দলীয় ১০৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য।
সৌম্য আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষদিকে মেহেদী হাসান মিরাজ-সোহানের জুটিতে কিছু রান পায় টাইগাররা। তবে ব্যাট হাতে এ দিন আসল চমক দেখান রিশাদ হোসেন—তার ১৪ বলে ৩৯ রানের ওপর ভর করে ২০০ পার করে টাইগাররা।
রিশাদের তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৮৯ বলে ৪৫ রান সৌম্য সরকার, ৫৮ বলে ৩২ মেহেদী হাসান মিরাজ, ২৪ বলে ২৩ নুরুল হাসান সোহান এবং ১৪ বলে ৩৯ করেন রিশাদ হোসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন