দারুণ শুরুর পর মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এর আগে উদ্বোধনী জুটির সঙ্গী সাইফ হাসানও আউট হন সেঞ্চুরির খুব কাছে গিয়ে।
তাদের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ ইনিংসের শক্ত ভিত পেলেও দুই ওপেনারেরই শতক হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়তে হলো দলকে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাইফ-সৌম্যর উদ্বোধনী জুটিতে ১৭৬ রান আসে টাইগারদের।
এ দিন সাইফ হাসান তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন আক্রমণাত্মক মেজাজে, কিন্তু ৮০ রানে বিদায় নেওয়ায় তার সেঞ্চুরিও পূর্ণ হয়নি। সাইফের বিদায়ের পর কিছুটা সময় ধরে খোলসে ঢুকে গিয়েছিলেন সৌম্য।
শুরুতে ৭ বলে কোনো রান না নেওয়া এই ওপেনার, পরবর্তীতে দ্রুত হাত খুললেও সেঞ্চুর কাছে গিয়ে যেন ছন্দ হারান। ৬ বল থেকে কোনো রান না নিতে পারার চাপটা সরাতে গিয়েছিলেন বড় শট খেলতে।
আকিল হোসেনের ঝুলিয়ে দেওয়া বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন আকিম আগুস্তের হাতে।
৮৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রানের এক দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটল। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানের জন্য বঞ্চিত হলেন তিনি। ব্যাট মাটিতে ফেলে কিছুক্ষণ হতাশায় মাথা নুইয়ে বসে থাকেন সৌম্য।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন