নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টা, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় এখনো টস করাই সম্ভব হয়নি।
জানা গেছে, টস শুরুর কিছু আগ মুহূর্তে মাঠে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি শুরু হলে কাভার দিয়ে মাঠ ঢেকে রাখে মাঠ কর্মীরা। খেলা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টস করা সম্ভব হয়নি।
এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দুদলের দেখায় ভারতে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের প্রথম পর্বে দুদলেই ৭টি নকরে ম্যাচ খেলে, ৭ ম্যাচের ৫টিতে জয় ও ২টি পরাজয়ের শিকার হয় দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ৭ ম্যাচের ৩টি জয়, ৩টিতে পরাজয় এবং ১টি পরিত্যাক্ত হয় ভারতের।
প্রথম পর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখে আফ্রিকা, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্রোটিয়ারা।
অপরদিকে, ৭ ম্যাচে ৭ পয়েন্ট সেমিতে পা রাখে ভারত, সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন