ক্রিকেটার জাহানারা আলম অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর শনিবার (৮ নভেম্বর) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নারী দলের ভেতরে শৃঙ্খলাভঙ্গ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলোও এই কমিটি খতিয়ে দেখবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে। সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সম্প্রতি নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে যৌন হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি বিসিবিকে জানানোর পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
এরপর আরও কয়েকজন নারী ক্রিকেটারও দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলেছেন।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে বোর্ড। নারী ক্রিকেটে শৃঙ্খলা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি সুপারিশও দেবে কমিটি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন