সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
শনিবার, ৮ নভেম্বর নারী ভারোত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণিতে মারজিয়া আক্তার ইকরা দেশের জন্য পদকটি এনে দেন।
স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৬৩ কেজি তোলেন ইকরা- স্ন্যাচে ৭২ ও ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি। ৮ প্রতিযোগীর মধ্যে তুরস্কের কানসেল ১৮৮ কেজি তুলে স্বর্ণ, ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে রৌপ্য জেতেন। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।
তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক এসেছিল আরচ্যারিতে। এবার রিয়াদে নেই আরচ্যারি ও শ্যুটিং, ফলে পদকের প্রত্যাশা ছিল কম। এমন পরিস্থিতিতে ইকরার ব্রোঞ্জ পদক এসেছে সুখবর হিসেবে।
আজ আরও দুই ভারোত্তোলক বৃষ্টি (৪৮ কেজিতে পঞ্চম) ও আশিকুর রহমান তাজ (৬০ কেজিতে ষষ্ঠ) প্রতিযোগিতা করেন। আগামীকাল রবিবার নামবেন দুইবারের এসএ গেমস স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন