সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১৮ পিএম

বাইসাইকেল কিকে রোনালদোর  গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা যেমন বিরল দৃশ্য, তেমনি এটি দেখতে ফুটবলপ্রেমীদের আলাদা অপেক্ষা থাকে। বয়স বাড়লে এই দক্ষতা আরও কঠিন হয়ে যায়। কিন্তু ৪০–এর ঘরে পা রাখা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে যেন নিয়মই উল্টো। অন্যদের কাছে যা অসম্ভব, পর্তুগিজ মহাতারকার কাছে তা যেন নৈমিত্তিক ব্যাপার!

গতকাল সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে আবারও সেই দৃশ্য দেখা গেল। ম্যাচের যোগ করা সময়—৯৬তম মিনিট। স্কোরলাইন তখন ৩–১, জয় প্রায় নিশ্চিত আল নাসরের।

এমন সময় ডান দিক থেকে নাওয়াফ বাওশালের ক্রস বক্সে ভেসে আসে। উল্টো দিকে ফিরে মুহূর্তে শরীরকে শূন্যে তুলে রোনালদো নিলেন নিখুঁত টাইমিংয়ে বাইসাইকেল কিক।

বল সোজা জালের ভেতর। চেষ্টা করেও থামাতে পারলেন না খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। স্টেডিয়ামজুড়ে তখন বিস্ময়ে ঠাসা উল্লাস—বয়সকে হার মানানো আরেকটি রোনালদো মুহূর্ত।

গোলের পর সতীর্থদের সঙ্গে জমিয়ে উদ্‌যাপন করেন তিনি। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ভিডিও শেয়ার করে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘Best caption wins!’—অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে’। এর পরই মন্তব্যের ঘর ভরে যায় রোনালদোকে ঘিরে ভক্তদের নানা ব্যাখ্যা ও ভালোবাসায়।

একজন লিখেছেন, ‘এই বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।’ আরেকজনের ক্যাপশন, ভাসমান বলের শেষ ঠিকানা ছিল শুধু জালেই। অন্য এক ভক্ত আবার মনে করিয়ে দিয়েছেন, মুকুট এখনো তারই মাথায় মানায়।

রোনালদোর এই গোলের রাতে আল নাসরও পেল দারুণ আনন্দ। সৌদি প্রো লিগে এটি তাদের টানা নবম জয়। ৯ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ ২৭ পয়েন্ট, শীর্ষস্থান মজবুত। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।

রূপালী বাংলাদেশ

Link copied!