অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে ছিটকে গেছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টির লড়াইয়ে। সেখানে ‘অলটারনেটিভ সাডেন ডেথে’ ৬–৫ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেয় ব্রাজিল।
বুধবার রাতের এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে লড়েছে দুই দল। ১২টি শট নেয় ব্রাজিল, পর্তুগাল শট নেয় ৯টি—তবে কাঙ্ক্ষিত গোল আসেনি কোনো দিক থেকেই।
আক্রমণ–প্রতি–আক্রমণে ভরা ম্যাচে উত্তেজনা ধরে রাখতে রেফারি দেখাতে বাধ্য হন মোট ৭টি হলুদ কার্ড। এর মধ্যে ৪টি দেখে পর্তুগাল এবং ৩টি ব্রাজিল। ব্রাজিলের মিডফিল্ডার জে লুকাসের হলুদ কার্ডটি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।
নির্ধারিত পেনাল্টির পাঁচটি করে শট উভয় দলই সফলভাবে পরিণত করে গোল হিসেবে। এরপর গড়ায় ‘অলটারনেটিভ সাডেন ডেথে’। সেখানেই নাটক—ব্রাজিলের একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলকিপার রোমারিও কুনিয়া। আর ষষ্ঠ শটে জয়সূচক গোল করে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল।
আগামী বৃহস্পতিবার দুপুর ১টায় ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। অন্যদিকে ব্রাজিল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, যেখানে সকাল ৯টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ ইতালি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন