সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১০:৫৫ পিএম

নেই রোনালদো

ব্যালন ডি’অরের তালিকায় মেসি

রূপালী ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১০:৫৫ পিএম

ব্যালন ডি’অরের তালিকায় মেসি

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে মহাদেশীয় ফুটবলের দুটি বড় আসর। কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তবে ব্যালন ডি’অরের হিসেবনিকেশ শেষ হয়নি। এই দুই টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়েছে ২০২৪ সালের ব্যালন ডি’অরের হিসেবনিকেশ। তবে জায়গা পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম-এর এই নির্বাচিত তালিকায় এবারও ঠাই পেয়েছন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এবারের ইউরোর পারফরম্যান্স ব্যালন ডি’অরে বেশ ভূমিকা রেখেছে। তাতে হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্বপ্ন ভেঙে স্পেনের মিডফিল্ডার রদ্রি নায়ক বনে গেছেন। সেই সঙ্গে ৩ গোল আর ২ অ্যাসিস্ট করে স্বদেশি দানি ওলমো গোল্ডেন বুট জিতেছেন। আর তাতেই দুজনেই আছেন এবার ব্যালন ডি’অর জয়ের শীর্ষে। তাদের সঙ্গে তালিকায় আছেন বার্সেলোনার উদীয়মান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও।

তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ইন্টার মিয়ামির মহাতারকা লিওনেল মেসির নাম থাকলেও তিনি আছেন সেরা দশের বাইরে। ১৬ নম্বরে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান। বিপরীত অবস্থানে থাকা আল-নাসর তারকা রোনালদোর জায়গাই হয়নি তালিকায়।

এই তালিকায় সবার শীর্ষে রদ্রি, দ্বিতীয়তে আছেন ভিনিসিয়ুস। আছেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে, ফ্লোরিয়ান বির্টজ, লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, এমিলিয়ানো মার্টিনেজ, আলভারো মোরাতা, দানি কারবাহাল, লাউতারো মার্টিনেজ, টনি ক্রুস, হ্যারি কেইন, ফিল ফোডেন, নিকো উইলিয়ামস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, দানি ওলমো, বুকাওয়ে সাকা এবং রদ্রিগো।

এবার ব্যালন ডি’অরের জন্য ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত পারফর্ম্যান্স ধরা হবে। বর্ষসেরার এই পুরস্কারটি সবশেষ পেয়েছিলেন মেসি। সব মিলিয়ে রেকর্ড ৮ বার এই পুরস্কার জিতেছেন তিনি। ৫ বার জিতেছেন রোনালদো। লুকা মদ্রিচ ও করিম বেনজেমা জিতেছেন একবার করে।

Link copied!