সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:১৭ এএম

ভারতগামী পণ্য পরিবহনে পাকিস্তানের কঠোর নিষেধাজ্ঞা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:১৭ এএম

ভারতগামী পণ্য পরিবহনে পাকিস্তানের কঠোর নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

নিজেদের ভূখণ্ড দিয়ে স্থল, সমুদ্র ও আকাশপথে ভারতীয় পণ্যের আনা-নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পাকিস্তান। একইসঙ্গে তৃতীয় দেশ থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে ট্রানজিট পণ্যের চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ মে) পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে’ ফেডারেল সরকার এ আদেশ জারি করেছে।

তাতে আরও বলা হয়, ‘পাকিস্তানের ট্রানজিট ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে ভারতীয় পণ্য তৃতীয় দেশে; তৃতীয় দেশ থেকে পাকিস্তানি ট্রানজিট ব্যবহার করে ভারতে পণ্য আমদানি ও রপ্তানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে ইতোমধ্যেই যেসব পণ্যের এলসি ইস্যু হয়েছে, সেগুলো এই নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে। এতে করে দু’দেশের ‘বাণিজ্য যুদ্ধ’ আরও তীব্র হওয়ায় বিশ্ববাণিজ্যে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা।

গত শনিবার গভীর রাতে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে সমুদ্রবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এটি মূলত পাকিস্তানি জাহাজগুলোকে ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার ‘টিট-ফর-ট্যাট’ জবাব বলে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন। ২০০০ সালের পর ওই এলাকায় এটিই অন্যতম ভয়াবহ হামলা।

ভারত কোনো প্রমাণ ছাড়াই এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। কিন্তু বরাবরের মতোই পাকিস্তান তা অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন।

পারমাণবিক শক্তিধর দু’দেশের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রয়েছে। ফলে একরকম বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে দিল্লি-ইসলামাবাদ। যা পাকিস্তানের নতুন এই নিষেধাজ্ঞার কারণে আরও তীব্র হলো।

Link copied!