দক্ষিণ আফ্রিকার ২০২৪/২৫ ক্রিকেট মৌসুম ছিল স্পিন বোলিংয়ের দাপটে ভরা। এই সাফল্যের পুরস্কার মিলেছে দেশের শীর্ষ দুই স্পিনার ননকুলুলেকো এমলাবা ও কেশব মহারাজের হাতে।
গত বৃহস্পতিবার জোহানেসবার্গের এম্পেরর্স প্যালেসে অনুষ্ঠিত ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) অ্যাওয়ার্ডসে তারা জিতেছেন নারী ও পুরুষ ক্রিকেটারদের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব।
মাত্র ২৫ বছর বয়সে নারীদের ক্রিকেটে একাধিক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাঁহাতি স্পিনার এমলাবা।
বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি তিনি জিতেছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক বর্ষসেরা, নারী ক্রিকেটারদের সহ-খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা ও ‘বেস্ট ডেলিভারি’ পুরস্কার (স্পনসর: কেএফসি)।
পুরুষদের বিভাগে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেশব মহারাজ। ২০২২ সালের পর আবারও এই পুরস্কার পেয়েছেন তিনি, কেবল বোলিং দক্ষতার জন্য নয়—জাতীয় দলে নেতৃত্বে তার অবদানের জন্যও।
পুরুষদের আন্তর্জাতিক ক্যাটাগরিতে আরও কয়েকজন উল্লেখযোগ্য পুরস্কার জিতেছেন। টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা হয়েছেন টেস্ট ক্রিকেটার ও ‘ফ্যানস চয়েস’ প্লেয়ার অব দ্য ইয়ার।
টি-টোয়েন্টি বর্ষসেরা হয়েছেন আনরিখ নরকিয়া, ওয়ানডে বিভাগে পুরস্কার জিতেছেন হাইনরিখ ক্লাসেন। আন্তর্জাতিক নবাগত হিসেবে সম্মান পেয়েছেন ওটনিয়েল বার্টম্যান।
সহ-খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা। সেরা ডেলিভারির পুরস্কার পেয়েছেন নান্দ্রে বার্গার, দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মিকাইল লুইসকে দুর্দান্তভাবে আউট করার জন্য।
সিএসএ’র সিইও ফোলেতসি মোসেকি বলেন, এই অনুষ্ঠান ছিল কেবল ব্যক্তিগত সাফল্যের নয়, বরং একটি মৌসুমজুড়ে আমাদের শ্রেষ্ঠত্বের চেতনার উদযাপন।
২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে এই ক্রিকেটারদের অবদান আমাদের এগিয়ে নিতে অনুপ্রাণিত করছে।
আপনার মতামত লিখুন :