মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪২ পিএম

লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতবারের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে চোখে চোখ রেখে লড়লেও শেষ পর্যন্ত ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো লাল-সবুজের জার্সিধারীদের। এই হারের মধ্য দিয়েই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের।

মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত 'পুল এফ'-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছিল আগের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খেতে হয় টাইগারদের। খেলার সপ্তম মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা।

তবে দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে দ্রুতই সমতায় ফেরে দল। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারানো ফরাসিরা তৃতীয় কোয়ার্টারের শুরুতেই চাপ সৃষ্টি করে এবং দ্রুত আরও দুটি গোল আদায় করে নেয়, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

চতুর্থ কোয়ার্টারে আব্দুল্লাহ ও আমিরুল ইসলামরা ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান। আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা আমিরুল এবার পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৩-২ করেন। এই গোলে ম্যাচে উত্তেজনা ফিরলেও বাকি সময়ে আর কোনো গোল না আসায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

শক্তিশালী 'পুল এফ'-এ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হারের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে তারা শেষ আট-এ যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ের ফলে পুল পর্ব থেকেই ছিটকে গেল বাংলাদেশ। এখন টুর্নামেন্টে তারা ১৭ থেকে ২৪ নম্বর স্থান নির্ধারণীর লড়াইয়ে খেলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!