সবশেষ ১৪ মাসেরও বেশি সময় আগে বাংলাদেশ দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন পেসার তাসকিন আহমেদ। গত বছর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার পর আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাচ্ছিল না এই ডানহাতি পেসারকে। অবশেষে এই অভিজ্ঞ পেসার ফিরলেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট একাদশে। ফিরেই স্বরুপে জ্বলে উঠলেন এই বিপজ্জনক পেসার।
ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিককে কিন বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন। ফলে টস জিতে আগে বোলিং নেওয়া বাংলাদেশ পেয়েছে দারুণ ব্রেক থ্রু। বৃষ্টির বাধায় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। আজ ঠিক সময়েই শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে পেসাররা সুবিধা পাবেন বলেই এই সিদ্ধান্ত নেন বলে টস পরবর্তী প্রেজেন্টেশনে এই কথা বলেন তিনি। পাকিস্তান দলের অধিনায়ক শান মাসুদও জানালেন, টস জিতলে আগে ফিল্ডিংয়ের সিদ্ধানই নিতেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েছেন। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে তাসকিনকে। অন্যদিকে, পাকিস্তান দলে দুটি পরিবর্তন এসেছে। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মির হামজা ও আবরার আহমেদ।
আপনার মতামত লিখুন :